চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যে কারণে বিএনপি কার্যালয়ে ছাত্রদলের তালা

ছাত্রদলের নেতা হওয়ার যোগ্যতা হিসেবে নির্ধারিত বয়সসীমা বাতিলের দাবিতে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছে ভেঙে দেয়া কমিটির নেতাকর্মীদের একাংশ। তারা বলছেন, নতুন নিয়মে পুরনো নেতাদের রাজনীতি করার সুযোগ থাকছে না।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে ভেঙ্গে দেয়া কমিটির নেতাকর্মীরা তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে সকাল ১১টার দিকে।

৩ জুন রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়। ওই বিজ্ঞপ্তিতে ৪৫ দিনের মধ্যে নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের কথাও বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটিতে নেতা হওয়ার যোগ্যতা হিসেবে ২০০০ সাল থেকে পরবর্তী যে কোনো বছরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এই ধারার বিরোধিতা করে বিক্ষুব্ধ হয়ে ওঠে সাবেক ছাত্রদলের নেতা ও কর্মীরা।

২০১৪ সালের অক্টোবরে রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি করা হয়। ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৬ সালের অক্টোবরে।

তবে মেয়াদ শেষ হওয়ার পরে প্রায় আড়াই বছর বহাল ছিল রাজীব-আকরামুল কমিটি।