নওগাঁয় চাষ হচ্ছে জিংকসমৃদ্ধ ব্রি ধান-৭২। পুষ্টিকর ও ফলনশীল জিংকসমৃদ্ধ ব্রি ধান-৬২ চাষের পর এ বছর ব্রি ধান-৭২ চাষ বেশি করেছে কৃষক।
তুলনামূলক বেশি ফলনশীল ও ধান কেটে মধ্যবর্তী সময়ে একই জমিতে রবি ফসল উৎপাদন সম্ভব বলে নওগাঁর মান্দা উপজেলায় ব্রি ধান- ৭২ চাষে বেশি আগ্রহ দেখিয়েছে কৃষক।
নওগাঁর মান্দা এবং রাজশাহীর তানোর ও মোহনপুর উপজেলায় হারভেস্ট প্লাস বাংলাদেশ এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি তিন হাজার আটশ’ কৃষককে ব্রি ধান- ৭২ এর বীজ বিনামূল্যে সরবরাহ করেছে বলে জানান সিসিডিবির প্রকল্প সমন্বয়কারি রনজিৎ কুমার সাহা।
আমন মৌসুমে অন্যান্য জাতের ধান চাষে সময় লাগে ১৫৫ থেকে ১৬০ দিন। অন্যদিকে বীজতলায় বীজ বোনা থেকে শুরু করে কাটা পর্যন্ত ব্রি ধান-৭২ চাষাবাদে মোট সময় লাগে মাত্র ১৩০ দিন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান।

জেলায় প্রতি বিঘা জমিতে ব্রি ধান ৭২ এর ফলন পাওয়া গেছে ২২ থেকে ২৪ মণ।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: