চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যেসব সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ভাইজান এলো রে’

১০৯ সিনেমা হলে ছবিটি একযোগে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘ভাইজান’

চিত্রনায়ক শাকিব অভিনীত ভাইজান এলো রে ছবিটি আগামীকাল (শুক্রবার) মুক্তি পাচ্ছে। সারাদেশের ১০৯  সিনেমা হলে ছবিটি একযোগে প্রদর্শিত হবে। বাংলাদেশের ছবির আমদানি কারক প্রতিষ্ঠান ‘এন ইউ আহমেদ ট্রেডার্স’ কর্তৃপক্ষ চ্যানেল আই অনলাইনকে এমনটা জানিয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে প্রতিষ্ঠানটি জানায়, ‘‘চড়া মূল্যে (এমজি) দিয়ে দেশের সিনেমা হল মালিকরা ‘ভাইজান এলো রে’ প্রদর্শন করতে যাচ্ছে। তার পরেও হল মালিকদের মাঝে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। তাদের প্রত্যেশা এই ছবি দিয়ে অনেকদিনের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেবেন।’’

‘ভাইজান এলো রে’ পুরোপুরি কলকাতার ছবি হলেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। গেল ঈদে পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পায়। ইন্ডিয়ার শীর্ষ গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে ঈদে মুক্তি পায় অন্য ছবির চেয়ে ‘ভাইজান এলো রে’ ছবিটি ‘এভারেজ’ ব্যবসা করেছে।

পাশাপাশি ছবিতে শাকিবের পারফর্মেন্স ভিন্নমাত্রা যোগ করেছে। শাকিব খান ছাড়াও বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল, রজতাভ দত্ত প্রমুখ অভিনয় করেছেন ভাইজান এলো রে ছবিতে। ছবির পরিচালক জয়দীপ মুখার্জি, প্রযোজনা করেছে এসকে মুভিজ।

জেনে নিন দেশের যেসব সিনেমা হলে চলবে ‘ভাইজান এলো রে’

ঢাকা ও তার আশপাশ

ষ্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), বলাকা (ঢাকা), মধুমিতা (ঢাকা), শাহীন (ঢাকা), জোনাকি (ঢাকা), বিজিবি (ঢাকা), গীত (ঢাকা), মুক্তি (ঢাকা), পূরবী (ঢাকা), সনি (ঢাকা), আনন্দ (ঢাকা), পুনম (ঢাকা), চিত্রামহল (ঢাকা), এশিয়া (ঢাকা), শ্যামলী (ঢাকা), রানীমহল (ডেমরা), সেনা (ঢাকা), চম্পাকলি (টঙ্গি), সেনা (সাভার),

ঢাকার বাইরে

আশা (মেলান্দহ), কানন (ফেনী), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), রজনীগন্ধা (চালা), ফাল্গুনী (নাগরপুর), মমতাজ (সিরাজগঞ্জ), নন্দিতা (সিলেট)।রুনা (চালাকচর)। কানন (সাগরদিঘি), দরশন (ভৈরব), ঝংকার (পাচদোনা), চান্দনা (জয়দেবপুর), সোনালী (টেকেরহাট), উর্বশি (ফুলবাড়ি), রুপসী (ভোলা), মনামি (খোকশা),

উপহার (রাজশাহী), পান্না (মুক্তারপুর), মুন (হোমনা), ভাই ভাই (দেওয়ানগঞ্জ), পান্না (চুয়াডাঙ্গা), চাদমহল (কাচপুর), অভিরুচি (বরিশাল), নিউ গুলশান (জিনজিরা), চাঁদনি (ভাঙ্গা) মনোয়ার (জামালপুর), বর্নালী (শাহাজাদপুর), পূর্বাশা (মাগুরা), মুন (মুক্তাগাছা), সাধনা (রাজবাড়ি), রাজমনি (বোরহাউদ্দিন),

বৈশাখি (বাউফল), রুপকথা (পাবনা), সংগীতা (সাতক্ষীরা), মোহন (হবিগঞ্জ), হ্যাপি (লক্ষীপুর), সাথি (আড়াই হাজার), হীরামন (নেত্রকোনা), ছবিঘর (ঝিনাইদহ), শান্তনা (হাজিগঞ্জ), তিতাস (পটুয়াখালি), বানী (আলেকজান্ডার), প্রিয়া (গৌরীপুর), মাধবী (মধুপুর), মনিহার (যশোর), আলতা (সরিষাবাড়ি)।

আলমাস (চট্টগ্রাম), চলন্তিকা (গোপালদি), মনিহার (মাধবপুর), বনলতা (ফরিদপুর), পালকি (চান্দিনা), কথাচ্চিত্র (কটিয়াদি), মোহনা (কোনাবাড়ি), পূর্ণিমা (কোম্পানীগঞ্জ), সোনিয়া (বগুড়া), ছন্দা (কালিগঞ্জ), রাজু ঈশ্বরদী), শাহিন (বল্লাবাজার), মমতাজমহল ( নীলফামারী), উল্লাস (বীরগঞ্জ), অনামিকা (পিরোজপুর)বাবু (কিশোরগঞ্জ)।

জনতা (জলঢাকা), আয়না (আক্কেলপুর), রংধনু (নজিপুর), নসিব (সাপাহার), আনন্দ (তানোর), দিনান্ত (কেশরহাট), লাইটহাউস (পারুলিয়া), গ্যারিসন (দয়ারামপুর), সোনালী (ঘোড়াঘাট), বৈশাখি (নড়িয়া)
লালমনি (লালমোহন), গ্যারিসন (কুমিল্লা ক্যান্ট), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), ঝর্না (দাউদকান্দি)।

হীরক (গোবিন্দগঞ্জ), বনানী (কুষ্টিয়া), উত্তরবঙ্গ (চাপারহাট), লাবনী (সাতক্ষীরা), পূরবী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), শাপলা (শ্রীপুর), মালঞ্চ (টাঙ্গাইল), ক্লিওপেট্রা (ধূনট), নিউ মেট্রো (নারায়গঞ্জ), রূপকথা (শেরপুর), মালা (শান্তাহার), রাজ (কুলিয়ারচর)।