প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, এ দেশের যুব সমাজ খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় নিজেদের আরও বেশি সম্পৃক্ত করবে। শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখার জন্যও এদেশের যুবসমাজকে গড়ে উঠতে হবে।