একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের আপিলে যুক্তি-তর্ক উপস্থাপন শুরুর আগের দিন তার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন তার তিন আইনজীবী।
শনিবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ কারাগারে জামায়াত নেতার সঙ্গে দেখা করেন তার আইনজীবী শিশির মনির, নাজিবুর রহমান ও এহসান সিদ্দিক।

তারা জানান, মামলার আপিলে যুক্তিতর্কের বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার আপিল বিভাগে আলী আহসান মুজাহিদের আপিলে যুক্তি-তর্ক শুরু হওয়ার কথা। এরইমধ্যে আসামীপক্ষ লিখিত বক্তব্য উপস্থাপন করেছে।
এই বিষয়েই তারা মুজাহিদের সঙ্গে আলোচনা করেছেন। মুজাহিদ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন বলেও আইনজীবীরা জানান।
শিশির মনির জানান, আপিলের বিষয় ছাড়া মুজাহিদের সঙ্গে অন্য কোনো বিষয়ে আইনজীবীদের কথা হয়নি।