বিএনপি যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্মকে যে অর্থ দিয়েছে তার হিসাব নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে কিনা জানতে চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা ব্যবহার করে লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তির নথি জাতীয় সংসদে উত্থাপন করে যুক্তরাষ্ট্রে যাওয়া ওই টাকার হিসাব বাংলাদেশ ব্যাংকে আছে কিনা সেটাও জানতে চেয়েছেন তিনি।
শীতকালীন অধিবেশনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা জমে ওঠে সাম্প্রতিক সময়ের স্থানীয় সরকার নির্বাচন আর নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে।
নানান অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি নথিসহ বিএনপি-জামায়াতের আর্থিক দুর্নীতির প্রসঙ্গ উত্থাপন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রশ্ন তোলেন, সাজাপ্রাপ্ত আসামী হিসেবে তারেক রহমান কী করে একটি দলের প্রধান হন?

সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এই অধিবেশন ২৩শে জানুয়ারি পর্যন্ত মূলতবি রাখার কথা জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
