যুক্তরাষ্ট্রে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জেকব ব্লেকের ওপর পুলিশের গুলির প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশটির শহর কেনোশায়। এ নিয়ে তৃতীয় দিনের মতো চলছে বিক্ষোভ।
বিক্ষোভকালে পুলিশের গুলিতে এখন পর্যন্ত দু’জন নিহত এবং একজন আহত হবার খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে, তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
রবিবার জ্যাকব ব্লেককে পুলিশ গুলিবিদ্ধ করার পরে কেনোশায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর এখন পর্যন্ত লস এঞ্জেলস, নিউইয়র্ক, মিনেপোলিসের মতো শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়েছে।
বিক্ষোভ ঠেকাতে কেনোশায়ে কারফিউ জারি করা হলেও, জনগণ তা উপেক্ষা করে বিক্ষোভে যোগ দিচ্ছে।
ব্লেকের ওপর গুলি বর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ছুটিতে পাঠানো হয়েছে।
একটি ভিডিওতে দেখা গেছে, গাড়িতে ওঠার সময় পুলিশ ব্লেকের ওপর একাধিকবার গুলি চালায়। তার শরীরে ৭টি গুলির ক্ষত রয়েছে। মেরুদণ্ড অকেজো হয়ে গেছে। ব্লেক আর কখনও হাটতে পারবে না বলে জানিয়েছেন তার চিকিৎসক।
অন্যদিকে ব্লেকের পরিবারের পক্ষ থেকে সহিংস আচরণ থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।