
নির্বাসিত ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনকে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
তিনি বলেন, গুলেনকে হস্তান্তরের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের উন্নয়ন হবে, এ ছাড়া মধ্যস্থতার আর কোনো উপায় নেই।
ইলদিরিম বলেন, তুরস্কে আমেরিকা বিরোধিতা থাকবে কি থাকবে না, তা গুলেনকে হস্তান্তরের ওপরই নির্ভর করছে।
এর দুদিন আগে গুলেন ইস্যুতে যুক্তরাষ্ট্র কড়া আল্টিমেটাম দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান। তিনি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই গুলেন অথবা তুরস্কের মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে হবে।

গত মাসে তুরস্কে সামরিক অভ্যুত্থান চেষ্টার পরিকল্পনাকারী হিসেবে গুলেনকে দায়ী করেছে তুর্কি সরকার। তবে বরাবরই তুরস্কের ওই দাবিকে প্রত্যাখান করছেন ফতেহউল্লাহ গুলেন। সেসময় ২৩৯ জন নিহত ও দুই হাজারের বেশি মানুষ আহত হয়।