চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যুক্তরাষ্ট্রের চার্চে হামলাকারী অস্ত্রসহ আটক

KSRM

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ চার্চে গুলি করে ৯ জনকে হত্যার অভিযোগে ২১ বছর বয়সী ডেলান রুফকে উত্তর ক্যারোলাইনার শেলবি থেকে গ্রেফতার করা হয়েছে। একটি ট্রাফিক স্টপে তাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।

রাজ্যের চার্লসটনে ইম্মানুয়েল আফ্রিকান মেথডিস্ট এপিসকোপাল চার্চে বুধবার সন্ধ্যার প্রার্থনাসভায় হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়েছে।

Bkash July

নিহতদের মধ্যে চার্চটির পালক রেভারেন্ড ক্লেমেন্টা পিংকনিসহ ৬ নারী এবং দুই জন পুরুষ রয়েছেন। ফেডারেল কর্তৃপক্ষ শ্বেতাঙ্গ ডেলান রুফের বিরুদ্ধে বর্ণ বিদ্বেষ ও ঘৃণ্য অপরাধের অভিযোগ দায়ের করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যারোলাইনায় প্রার্থনার সময় গুলি করে ৯ জন হত্যার ঘটনাকে ‘কান্ডজ্ঞানহীন হত্যাকান্ড’ বলে তীব্র নিন্দা জানিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের কথা বলেছেন।

Reneta June

কোনো অগ্রসরদেশে এমন বর্বর ঘটনা সচরাচর ঘটে না বলেও ওবামা তার প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছেন। নিহতদের স্মরণে কংগ্রেস সদস্যগণ ক্যাপিটলের বাইরে প্রার্থনায় অংশগ্রহণ করেন।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View