জানুয়ারি-ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকায় হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বমঞ্চে টাইগার যুবাদের নেতৃত্বে এবার উইকেটরক্ষক-ব্যাটসম্যান আকবর আলি।
১৭ জানুয়ারি শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশ দল জোহানেসবার্গের উদ্দেশে ঢাকা ছাড়বে ৩ জানুয়ারি।
বিশ্ব আসরে বাংলাদেশের গ্রুপে আছে পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু হবে আকবর আলি-তৌহিদ হৃদয়দের।
সাউথ আফ্রিকায় ২০২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬ দেশ। গত আসরের সেরা ১১ দলের সঙ্গে যোগ হয়েছে বাছাইপর্ব পেরোনো পাঁচ দেশ- নাইজেরিয়া, জাপান, সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও স্কটল্যান্ড।

বাংলাদেশ স্কোয়াড: আকবর আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরি, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।