বিজ্ঞাপন
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
নিহত ব্যক্তিরা হলেন আবদুর রহমান (৬০), তাঁর মেয়ে শারমিন বেগম (৩৮) ও মেয়ের স্বামী রিয়াজুল (৪৫)। নিহতদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে।
এ ঘটনায় শারমিনের মেয়ে বৃষ্টি (৬) ও অটোরিকশাচালক রফিক (৪২) আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে তিনজন নিহত হন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন