Site icon চ্যানেল আই অনলাইন

যশোর-ভৈরব নদের মাটি বিক্রি

যশোরের ভৈরব নদ খনন চলছে ধীর গতিতে। এই সুযোগে নদ পাড়ের মাটি ইটভাটায় বিক্রি করে দিচ্ছেন প্রভাবশালীরা। অপরিকল্পিতভাবে মাটি সরিয়ে নেয়ায় নদীকেন্দ্রীক ইকোসিস্টেম ভেঙ্গে পড়ছে, ভারসাম্য হারাচ্ছে পরিবেশ।

যশোরের ভৈরব নদের প্রবাহ বাড়াতে ২৭২ কোটি টাকা ব্যয়ে খনন কাজ শুরু হয়েছে। এখন কাজ চলছে সদর উপজেলার ঘোড়াগাছা এলাকায়। খননকৃত মাটি এস্কেবেটর মেশিন দিয়ে ট্রাকবোঝাই করে বিক্রি করা হচ্ছে পাশের ইটভাটাগুলোতে। মাটি বিক্রি করতে গিয়ে নদপাড় পুকুরের মতো গর্তও করে ফেলছে প্রভাবশালীরা। তবে, এরা নিজের জমির মাটিই বিক্রি করছেন বলে দাবি করছেন।এ কারণে নদী ভাঙ্গনসহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় স্থানীয়রা।

মাটি কাটার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে করার কথা বলছে প্রশাসন। এর আগে সাময়িকভাবে মাটিকাটা বন্ধ করে দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান।ভৈরবের দু’পাড়ের দখলদারদের উচ্ছেদ করতে না পারায় প্রায়ই থেমে যাচ্ছে খনন কাজ।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে- 

Exit mobile version