চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বী পরিবারের ৬ জনকে পুড়িয়ে মারে হানাদার

মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি সনাতন ধর্মাবলম্বী পরিবারের ৬ জনকে পুড়িয়ে মারে পাকিস্তানী হানাদার বাহিনী। সেদিনের সেই ভয়াল স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় ওই পরিবারের বেঁচে যাওয়া সদস্যদের।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রাম। মুক্তিযুদ্ধের সময় গ্রামটির এই বাড়িতেই থাকতেন নিশিরঞ্জন ধর ও তার পরিবারের অন্য সদস্যরা। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করে আসছিলেন নিশিরঞ্জন। তার সঙ্গে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েন ছোট দুই ভাই শিশির ধর ও শিশ ধর।

মুক্তিযুদ্ধে শরীক হন তাদের তিন ভাগ্নে রতনকুমার দেব, হরিবল চন্দ্র দেব ও সন্তোষকুমার দেব। রাজাকাররা এ খবর পৌঁছে দেয় পাকিস্তানী বাহিনীকে। ৭১ এর পয়লা জুন ভোররাতে নিশিরঞ্জনের বাড়িতে হানা দেয় পাকিস্তানী বাহিনী।

নিশিরঞ্জনসহ পরিবারের ৬ সদস্যকে বাড়ির বাইরে নিয়ে যায় হানাদাররা। প্রথমে দড়ি দিয়ে বেঁধে নির্বিচারে গুলি চালানো হয় তাদের ওপর। এরপর একটি ঘরের মধ্যে নিশিরঞ্জনসহ ৬ জনকে পুড়িয়ে মারা হয়।

ওই রাতের পর থেকে দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আর রসুলপুর গ্রামে ফেরেননি নিশিরঞ্জনের পরিবারের বেঁচে থাকা সদস্যরা। ১০ ডিসেম্বর, ময়মনসিংহ পাকিস্তান হানাদার বাহিনীমুক্ত হলে গ্রামে ফেরেন তারা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:
:

Labaid
BSH
Bellow Post-Green View