চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ময়মনসিংহে ভ্রাম্যমাণ বই মেলা শুরু

দেশব্যাপী মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বই মেলার অংশ হিসেবে ময়মনসিংহে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রাবণ প্রকাশনীর উদ্যোগে আয়োজিত বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

Bkash July

এসময় শ্রাবণ প্রকাশনীর স্বত্ত্বাধিকারী রবিন আহসান, লেখক কাব্য সুমী সরকার, সাদিয়া জামান, বিটিভি তালিকাভুক্ত রবীন্দ্র সংগীত শিল্পী মাহাফুজুর রহমান বাবু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে তুলে ধরতেই দেশব্যাপী এই বইমেলার উদ্যােগ নেওয়া হয়েছে৷

চারদিন চলবে এই ভ্রাম্যমান বই মেলা। ময়মনসিংহে বিভিন্ন জায়গায় বইগাড়ি নিয়ে ঘুরে ঘুরে পাঠকদের হাতে বই তুলে দেয়া হবে। আয়োজকরা আশা করেন, এতে করে সকলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে, সেই সাথে বই পড়ার আগ্রহ গড়ে উঠবে।

আগামী ২৭ মে শেষ হবে ভ্রাম্যমাণ এই বইমেলা।

ISCREEN
BSH
Bellow Post-Green View