ম্যালেরিয়ার টিকা বিষয়ে চূড়ান্ত চিকিৎসাগত পরীক্ষা শেষে এমন একটি পর্যায়ে পৌছানো সম্ভব হয়েছে যা লাখ লাখ শিশুকে ম্যালেরিয়া রোগ থেকে রক্ষা করবে।
কিন্তু আফ্রিকার সাতটি দেশের ১৬ হাজার শিশুর উপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে টিকা ব্যবহারের ক্ষেত্রে সহায়তার মাত্রা সীমিত আকারে ব্যবহার যোগ্য এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে তা কার্যকরী নয়।
শিশুদের ক্ষেত্রে ৫ থেকে ১৭ মাস বয়সের পর এই টিকার তিনটি ডোজ প্রদান করা হলে নিরাপত্তার বিষয়টি মাত্র ৪৬ শতাংশ ক্ষেত্রে সফল হয়। দ্য ল্যানসেটচ সাময়ীকিতে প্রকাশিত তথ্য থেকে জানা যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে সফলতার হার কম।
কিন্তু বিশেষজ্ঞরা এ টিকা আবিষ্কারের বিষয়টি বৈজ্ঞানিকভাবে একটি মাইলস্টোন বলে অভিহিত করেছেন।
বিজ্ঞানিরা এ টিকার আবিষ্কারের জন্য ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছে। কিন্তু পর্যবেক্ষকদের বিশ্বাস আরো অনেক পথ যাওয়ার বাকি।