ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা চলে গেলেন। কিংবদন্তির চিরবিদায়ে ভেঙে পড়েছে গোটা বিশ্ব। এই দুঃসংবাদে বলিউডেও নেমেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা।
শাহরুখ খান টুইটারে লিখেছেন, ‘ডিয়েগো ম্যারাডোনা… আপনি ফুটবলকে আরও সুন্দর করে তুলেছেন। আপনাকে মনে পরবে। পৃথিবীতে যেভাবে আনন্দ দিয়েছেন, ওপারেও সেভাবেই আনন্দ ছড়াবেন।’

টুইটারে ম্যারাডোনাকে সর্বকালের সেরা বলেছেন অভিষেক বচ্চন। রণবীর সিংও এই কিংবদন্তীর আত্মার শান্তি কামনা করেন।
বিজ্ঞাপন
ইনস্টাগ্রাম স্টোরিতে ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে কারিনা কাপুর লিখেছেন, ‘রেস্ট ইন পাওয়ার’।
ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের মুহূর্তের সাদাকালো ছবি পোস্ট করে অর্জুন কাপুর লিখেছেন, ‘শান্তিতে ঘুমান লিজেন্ড।’
সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের স্টোরিতে ম্যারাডোনার ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন কুণাল খেমু এবং ভূমি পেদনেকরও।
হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক। হিন্দুস্তান টাইমস