২০২১ সালের প্রথম গোল করে লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন মোহামেদ সালাহ। শেষ রক্ষা হয়নি। পিছিয়ে থাকা ম্যাচে ৩-২ গোলের দারুণ এক জয়ে ইয়ুর্গেন ক্লপের লিভারপুলকে ইংলিশ এফএ কাপ থেকে ছিটকে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
পিছিয়ে পড়ার পরও কীভাবে ম্যাচ জিতে আসতে হয় শিষ্যদের সেটাই শিখতে বলছেন অলরেড কোচ ক্লপ।
১৮ মিনিটে সালাহর গোলের পর ম্যানইউর হয়ে ২৬ মিনিটে শোধ দেন ম্যাসন গ্রিনউড। দ্বিতীয়ার্ধে মার্কাস রাশফোর্ডের গোল এগিয়ে দেয় রেড ডেভিলদের। ৫৮ মিনিটে সেটিও শোধ করে দেন সালাহ। ২-২ গোলে সমতায় থাকা ম্যাচে পার্থক্য গড়েন স্পটকিকের রাজা ব্রুনো ফার্নান্দেস, ৭৮ মিনিটে তার ফ্রি-কিক থেকে জয়সূচক গোলটি পায় ম্যানইউ।
টানা কয়েক ম্যাচে জয়বঞ্চিত থাকা ক্লপ এরপরও খুশি, কারণ গোলে ফেরা শুরু করেছে তার স্ট্রাইকাররা। তবে অসংখ্য ভুলের খেসারত হিসেবে ম্যাচ হাতছাড়া হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন ক্লপ।

‘প্রথম গোলে আমাদের রক্ষণই ছিল না। এমন হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে।’
‘তবে এই ম্যাচ থেকে আমাদের অনেককিছু শেখার আছে। প্রতি ম্যাচ থেকেই আমরা শিখছি।’