চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ম্যাচসেরা মোসাদ্দেকের রেকর্ড

ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম ফিফটি

ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫ উইকেটে হারিয়ে বহুজাতিক টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা অর্জনের ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাশরাফীর দল স্বপ্নের শিরোপা উঁচিয়ে ধরেছে ২৪ ওভারে ২১০ রানের লক্ষ্য ছোঁয়ার পরীক্ষায় উতরে। ম্যাচসেরা মোসাদ্দেক হোসেন গড়েছেন অনন্য এক কীর্তি। ওয়ানডেতে ২০ বলে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডটি এখন এ ডানহাতি ব্যাটসম্যানের।

ডাবলিনে তখন ৫ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। ৫০ বলে আরও ৬৭ রান দরকার। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গে যোগ দিলেন মোসাদ্দেক। গত এশিয়া কাপের পর বাদ পড়েছেন, ঘরোয়া টুর্নামেন্টে পারফর্ম করে বিশ্বকাপ স্কোয়াডে আসা মোসাদ্দেক আয়ারল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে খেলেছেন। সাকিব না থাকায় অলরাউন্ডার কোটায় ফাইনালেও জায়গা পান একাদশে। দলের সেই আস্থার প্রতিদান দেয়ার সময়।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মোসাদ্দেক প্রতিদানটা দিলেন ঝড় তুলেই। বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ২২তম ওভারে তো তাণ্ডব চালিয়েছেন ফ্যাবিয়ান অ্যালেনের বলে। ৩ ছয় আর এক চার সমেত ওই ওভারে আনেন ২৫ রান।

ওভারের প্রথম বলে রিভার্স শটে ছক্কা। অ্যালেনের দ্বিতীয় বলে লংঅফ দিয়ে আবার ছয়। পরের বলে চার, তার পরের বলে কভার দিয়ে উড়িয়ে বাউন্ডারি ছাড়া করেন বল। তাতে ১৯ বলে ৪৮ রানে পৌঁছান মোসাদ্দেক। পরের বলে দুই রান নিয়ে রেকর্ডে নাম লেখান টাইগারদের দ্রুততম ফিফটির।

মোসাদ্দেক রেকর্ডের দিনে পেছনে ফেলেছেন মোহাম্মদ আশরাফুলকে। ওয়ানডেতে দ্রুততম ফিফটির বাংলাদেশি রেকর্ড ছিল আশরাফুলের দখলে, ২১ বলে। শুক্রবার শিরোপা জেতানো ম্যাচে মাত্র ২০ বলে ফিফটির দেশিয় রেকর্ড গড়েছেন মোসাদ্দেক।