প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তির অভিযোগে আইসিটি আইনে মামলায় গ্রেপ্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমান (কাজী জাহিদ) জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দীর্ঘ ৭১দিন পর তিনি রাজশাহী কারাগার থেকে জামিনে মুক্তি পান।
কাজী জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।
এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাসায় ফিরেছি। আদালত নিঃশর্তে মুক্তি দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয় কোয়ার্টারের বাসায় আছি, ভালো ও সুস্থ আছি।

কাজী জাহিদুর রহমানের পক্ষে আইনজীবী ছিলেন হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার নুরুল আমীন নিলু।
প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাকে ইঙ্গিত করে তার মন্ত্রীত্বকালীন স্বাস্থ্যখাতে নানা অনিয়ম হয়েছে উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাস দেন অভিযুক্ত শিক্ষক কাজী জাহিদ।
মোহাম্মদ নাসিম মারা যাওয়ার পর গত ১৭ জুন তাকে কটুক্তি করা হয়েছে উল্লেখ করে মতিহার থানায় আইসিটি আইনে মামলা করেন রাজশাহী নগরীর বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা। ওইদিন রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টারের বাসা থেকে কাজী জাহিদকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ।