
নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও সহ অন্যান্য ডিজিটাল কনটেন্ট প্রোভাইডার সংস্থাগুলো এখন থেকে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকবে।
গেল সোমবার (৯ নভেম্বর) এই নির্দেশিকা জারি করা হয়েছে। নরেন্দ্র মোদী সরকারের এই সংশোধনীতে স্বাক্ষর করে তা অনুমোদন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে নিয়ন্ত্রণে আনার জন্য এই নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এখন থেকে ওটিটি প্ল্যাটফর্মগুলির আর আগের মতো পুরোপুরি স্বাধীনভাবে করতে পারবে না।
সমস্ত কনটেন্টের জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রয়োজন হবে। এমন বিষয় নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে মনে করছেন, এরমধ্য দিয়ে ভারতের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কেউ মিথ্যে তথ্য দিয়ে কন্টেন্ট নির্মাণে সাহস করবে না। -কইমই