একতা কাপুরের জন্মদিন ছিল গতকাল ৭ জুলাই। এই দিন ৪২ বছরে পা রেখেছেন ভারতের টিভি সিরিয়াল ও চলচ্চিত্রের এই সফল প্রযোজক। মেয়ের জন্মদিনে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়ে চমকে দেন বাবা বলিউডের প্রখ্যাত অভিনেতা জিতেন্দ্র। ২ হাজার ৫০০ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটটি দক্ষিণ মুম্বাইয়ে। দাম ১৩ কোটি রুপি। সাড়ে চার একর আয়তনের জায়গায় তৈরি হয়েছে তিনটি বহুতল ভবন। তার মধ্যে একটির ৪৫ তলায় একতা কাপুরের এই ফ্ল্যাটটি।

জানা গেছে, মুম্বাইয়ের অনেক শিল্পপতি, ব্যবসায়ী আর বলিউড তারকারা একটু নিরিবিলি থাকার জন্য আরব সাগরের পাশে এই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনেছেন।
এদিকে একতা কাপুরের প্রতিষ্ঠান ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ সিনেমার পরিবেশনা দায়িত্ব নিয়েছে। আর এ কারণে বেশ সমালোচিত হতে হচ্ছে তাকে। আগামী ২১ জুলাই মুক্তি পাবে ছবিটি। পরিচালনা করেছেন অলঙ্কৃতা শ্রীবাস্তব আর প্রযোজনা করেছেন প্রকাশ ঝা। মুম্বাই মিরর, বলিউড হাঙ্গামা।
