Site icon চ্যানেল আই অনলাইন

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা

উনিশের হাত ধরে বাংলাদেশ পেয়েছিল প্রথম বিশ্বকাপ। এবার সাউথ আফ্রিকার মাটিতেই বসছে মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আসরের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেএসপি’তে পড়ুয়া দিশা বিশ্বাসের নেতৃত্বে খেলবে জুনিয়র টাইগ্রেস টিম।

বাংলাদেশ দলে রয়েছে বিকেএসপির এক ঝাঁক ক্রিকেটার। কিছুদিন আগে জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরে যাওয়া চার ক্রিকেটার আছেন অনূর্ধ্ব-১৯ দলে। তারা হলেন-অধিনায়ক দিশা বিশ্বাস, রাবেয়া, মারুফা আক্তার ও দিলারা আক্তার।

জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে ডানহাতি পেসার মারুফার। ১৭ বছরের এই তরুণীও বিকেএসপির শিক্ষার্থী। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চার ক্রিকেটারকে। দলের হেড কোচ দীপু রায় চৌধুরী।

মাগুরার মেয়ে দিশার নেতৃত্বে প্রথম যুব বিশ্বকাপে খেলবে বাংলাদেশ 

টি-টুয়েন্টি সংস্করণে হবে মেয়েদের প্রথম যুব বিশ্বকাপ। নতুন বছরের প্রথম দিন আগামী রোববার সাউথ আফ্রিকার পথে রওনা হবে বাংলাদেশ দল। স্বাগতিক দল ও ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে দিশাবাহিনী।

আগামী ১৪ জানুয়ারি বেনোনিতে বিশ্বকাপের উদ্বোধনী দিনেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ছেলেদের যুব বিশ্বকাপের মতো মেয়েদের এই আসরেও অংশ নেবে ১৬টি দল। পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এ দুটি শহরে ২০২০ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। সে আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

বাংলাদেশ দল: দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তর (সহ-অধিনায়ক), রাবেয়া, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানি সাহা, রিয়া আক্তার শিখা, সুমাইয়া আক্তার, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, উন্নতি সরকার, দিপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন অর্থি, জান্নাতুল মাওয়া, ইভা।

স্ট্যান্ডবাই: সুবর্না কর্মকার, নিশিথা আক্তার নিশি, রাবেয়া খাতুন, জুয়ারিয়া ফেরদৌস।

Exit mobile version