
মেহেরপুরে গ্রীষ্মকালীন বাঁধাকপির চাষ করে লাভবান হচ্ছে কৃষক। আবহাওয়া ভালো থাকায় ফলনের পাশাপাশি বাজার দরও ভালো পাচ্ছে তারা।
জেলায় গত বছর বাঁধাকপি চাষ করে লোকসান গুনলেও এবার তা পুষিয়ে নিচ্ছে কৃষক। ভালো ফলনের পাশাপাশি বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে বাঁধাকপি।
বাঁধাকপি চাষিরা জানায়, বিঘায় ২০ হাজার টাকা খরচ করে ৬০ থেকে ৭০ হাজার টাকা ঘরে তুলতে পারছে তারা।
সবজি ব্যবসায়িদের অভিযোগ, চাষির কাছ থেকে সবজি কিনে ট্রাকে করে বিভিন্ন অঞ্চলের মোকামে যাওয়ার সময় পুলিশের চাঁদাবাজির মুখে পড়তে হয় তাদের।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. আক্তারুজ্জামান বলেন, কৃষি বিভাগের মাঠকর্মীরা কৃষককে পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে আসছেন।
আগামীতে গ্রীষ্মকালীন বাঁধাকপির চাষ আরও বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
গোলাম মোস্তফার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদ এর রিপোর্টে দেখুন বিস্তারিত