গোলের পর গোল করে চলা বার্সা আবারও গোলখরায়। অবশ্য জয় এসেছে। মিডফিল্ডার আর্তুরো ভিদালের একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট তুলে শিরোপা দৌড়ে টিকে আছে মেসি-সুয়ারেজের দল।
পরের মাঠে গোলের জন্য যে হাঁসফাঁস বার্সার, সেটা আরেকবার দেখা মিলল শনিবার রাতে। তবুও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ১-০ গোলের জয় সম্ভব হয়েছে।
এই জয়ে ৩৬ ম্যাচে বার্সেলোনা ৭৯ পয়েন্টে টেবিলের দুইয়েই থাকল। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ৮০ পয়েন্টে শিরোপার জোর দাবিদার।
ম্যাচের ১৫ মিনিটে অতিথিদের এগিয়ে দেন ভিদাল। মেসির দারুণ এক বাড়ানো বলে বক্সে থেকে জাল খুঁজে নেন চিলির মিডফিল্ডার। মৌসুমে তার অষ্টম লিগ গোল।

ভিদালকে দিয়ে করানো গোলটি মেসির মৌসুমে ২০তম অ্যাসিস্ট। ২০০৮–০৯ মৌসুমের পর মেসিই একমাত্র খেলোয়াড় যিনি কোনো এক মৌসুমে সতীর্থদের দিয়ে ২০টি গোল করালেন।
বিরতির আগে-পরে কিছুটা ধার বাড়ানো-কমানোর খেলা দেখিয়েছে বার্সেলোনা। তবে সাফল্য আনতে পারেনি। ওই এক গোলেই জয় তুলে ফিরেছে।