Site icon চ্যানেল আই অনলাইন

মুশফিক ১২৫, বাংলাদেশ ২৪৬

বার বার বৃষ্টির বাগড়ায় মুশফিকুর রহিমের সেঞ্চুরি নিয়ে জেগেছিল অনিশ্চয়তা। তবে শঙ্কার মেঘ উড়িয়ে শেষ পর্যন্ত তিন অঙ্ক ছুঁয়েছেন মি. ডিপেন্ডেবল। মুশফিকুর দুর্দান্ত ১২৫ রানের ইনিংসের সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৬ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা অলআউট হয়েছে ৪৮.১ ওভারে।

আগের ম্যাচে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছিলেন মুশফিক। আউট হয়েছিলেন ৮৪ রানে। তবে এবার আর ভুল করেননি। সেঞ্চুরির পর একের পর এক বাউন্ডারিতে দলের রান বাড়ান মুশফিক। ১২৭ বলের ইনিংসে চার মারেন দশটি।

দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। লাকসান সান্দাকান ও দুসমন্থ চামিরা নেন তিনটি করে উইকেট। ইসুরু উদানা দুটি ও একটি উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙা।

প্রথম ম্যাচে ৩৩ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজও সাফল্য এলে প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ। দুই দলের মাঝে এটি ৫০তম লড়াই।

Exit mobile version