চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মুশফিক-লিটনের ১০০ পেরোনো জুটি

চট্টগ্রাম থেকে: প্রথম সেশনে পঞ্চাশের আগেই ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছিল বাংলাদেশ। ধ্বংসস্তূপ থেকে প্রতিরোধ গড়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে তাদের পঞ্চম উইকেট জুটি পেরিয়েছে শতরানের ল্যান্ডমার্ক।

মুশফিক ৫৫ ও লিটন ৬২ রানে অপরাজিত আছেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে প্রথমদিনের দ্বিতীয় সেশনের খেলা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে ১৭১ রান তুলে চা বিরতিতে গেছে। খেলা হয়েছে ৫৯ ওভার।

বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশের শুরুটা ছিল হতাশার। টস জিতে ব্যাটিং করতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। সাইফ হাসান, সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত উইকেট দেন ব্যক্তিগত ১৪ রানে। অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে আসে ৬ রান।

শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, সাজিদ খান ও নোমান আলী- প্রত্যেকেই নেন একটি করে উইকেট।

Labaid
BSH
Bellow Post-Green View