চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুম্বাইয়ে ভবন ধস: বহু হতাহতের আশঙ্কা

ভারতের মুম্বাইয়ে একটি চার তলা ভবন ধসে শেষ খবর পর্যন্ত অন্তত ৫ জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে আরও ১১ জনকে। ধ্বংস স্তূপের নিচে কমপক্ষে ৩০ জনের মত চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এনডিটিভি জানায়, মঙ্গলবার মুম্বাই শহরের কাছাকাছি একটি এলাকায় ওই চারতলা ভবনটি ধসে পড়ে এ ঘটনা ঘটে। মুম্বাই ফায়ার সার্ভিস এবং জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছে।

মুম্বাই ফায়ার সার্ভিসের প্রধান পি এস রাহাংডালে জানিয়েছেন, ধ্বংস স্তুপের নিচে এখনো কয়েক ডজন মানুষ রয়েছে।

মুম্বাই সিটি করপোরেশন অফিস জানায়, ওই ভবনে একটি নাসিং হোম ছিল। তবে সংস্কার কাজ চলায় তেমন রোগী ছিল না ।

২০১৫ সালে মুম্বাইয়ে একটি ভবন ধসে অন্তত ১২ জন নিহত হয়। ওই ঘটনার কয়েকদিন পর সেখানে ভারী বর্ষণে পুরানো তিন তলা ভবন ধসে আরও ৯ জন মৃত্যু হয়।এছাড়াও গত বছর দুটি ভবন ধসে অন্তত চার জন নিহত হয় ।