
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের হামলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়ার সমর্থক আব্দুল হক বেপারির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নৌকা প্রতীকের আরও ১০ সমর্থক।
জানা যায়, মধ্যরাতে ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামের নৌকা সমর্থকদের উপর হামলা চালিয়ে ব্যাপক ককটেল বিস্ফোরণ ও এলোপাতাড়ি গুলিবর্ষণসহ বহু ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
এসময় আব্দুল হক বেপারি নামে আফসার উদ্দিনের সমর্থকের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। গুলিবিদ্ধদের মধ্যে নৌকার সমর্থক শরীফ, সাইফুল, নাজমুল, বাবু হালদার, মনির ও রমজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গ্রামবাসী জানায়, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আক্তারউজ্জামান জীবনের আওয়ামী লীগ থেকে বহিস্কার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এ হামলার ঘটনা ঘটে। এতে আশপাশের গ্রামগুলোতেও আতংক ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।