
হোম অব ক্রিকেট মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে নেমেছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিং করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
বিপিএল মাতিয়ে জাতীয় দলে আসা মুনিম শাহরিয়ারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল। অভিষিক্ত হলেন আরও একজন, তিন টেস্ট ও তিন ওয়ানডে খেলা ২৫ বছর বয়সী ইয়াসির আলী রাব্বি প্রথমবার নামছেন টি-টুয়েন্টি খেলতে।
বুধবার অনুশীলনে ডান হাতের আঙুলে চোট পাওয়ায় খেলছেন না মুশফিকুর রহিম।
টি-টুয়েন্টি দলের নতুন মুখ ২৩ বর্ষী মুনিম ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে মারকুটে ব্যাটিং করে নির্বাচকদের নজরে আসেন। বিপিএল ড্রাফটে দল না পেলেও পরে সুযোগ পান। ফরচুন বরিশালের হয়ে খেলা ২৩ বছর বয়সী ওপেনার ১৫২.১৩ স্ট্রাইকরেটে ৬ ম্যাচে করেন ১৭৮ রান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মুনিম শাহরিয়ার, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন