চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মুখ থুবড়ে পড়েছে উচিতপুরের মিনি কক্সবাজার

নেত্রকোনার মদন উপজেলার উচিতপুরের মিনি কক্সবাজার

এক সময় মানুষের পদচারনায় মুখরিত পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাত উচিতপুর ‘ট্রলার ঘাট’ এখন জন সমাগম শূন্য নিস্তব্ধ। চিরচেনা চেহারা পুরোটাই যেনো বদলে গেছে করোনায়। এই ‘ট্রলার ঘাট’ স্থানীয়দের কাছে মিনি কক্সবাজার নামের বেশ পরিচিত। করোনার কারণে পর্যটক না থাকায় ক্ষতির সম্মুখিন হয়েছেন ট্রলার মালিকেরা। যেখানে এক সময় তিন থেকে সাড়ে তিনশ নৌকা চলতো। সেখানে চলছে ২০-৩০ টি।

Labaid
BSH
Bellow Post-Green View