চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মুক্তি পেয়েই বাজিমাত রণবীরের ‘শমশেরা’!

KSRM

দীর্ঘ বিরতির পর ‘শমশেরা’ ছবির মধ্য দিয়ে পর্দায় প্রত্যাবর্তন হচ্ছে বলিউড তারকা রণবীর কাপুরের। শুক্রবার (২২ জুলাই) মুক্তি পেয়েছে যশ রাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত এই ছবিটি।

জানা গেছে, মুক্তির দুই দিন আগেই গত ২০ জুলাই থেকে শুরু হয় ছবিটির অগ্রিম টিকিট বিক্রি। যেখান থেকে প্রথম দিনেই দুই কোটি রুপি আয় হয়েছে সিনেমাটির। ফলে ধারণা করা যাচ্ছে, বক্স অফিসে বেশ ভালোই জমছে রণবীরের ছবিটি।

Bkash

অনেক দিন ধরেই আলোচনায় রয়েছে সিনেমাটি। ২০১৮ সালে ছবিটি নির্মাণের ঘোষণা করা হয়েছিল। শুটিং শেষ হয় ২০২০ সালে। তবে করোনা মহামারির কারণেই সিনেমার মুক্তি পিছিয়ে যায় কয়েক দফা।

১৮০০ সালের পটভূমিতে ডাকাতদের ওপর এই ছবির গল্প। ছবিতে রণবীরের বিদ্রোহী মিশন যাত্রায় বাণী কাপুর একজন সহযাত্রীর ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও ছবিটিতে খল চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ছবিটি পরিচালনা করছেন পরিচালক করণ মালহোত্রা।

Reneta June

‘শমশেরা’ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View