চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মুক্তি পেল মোশাররফ-মাহির ওয়েব সিরিজ

KSRM

বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ড্রাইভার’ মুক্তি পেল বৃহস্পতিবার সন্ধ্যায়। দেশীয় স্ট্রিমিং প্লাটফর্ম বায়স্কোপে এদিন সন্ধ্যা ৬টা থেকেই দেখা যাচ্ছে মোশাররফ করিম ও মাহিয়া মাহি অভিনীত ইফতেখার চৌধুরীর প্রথম ওয়েব সিরিজটি!

রাজত্ব, অগ্নি, বিজলীর মতো ছবি বানিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা ইফতেখার। এবারই প্রথম তিনি ওয়েবের জন্য কাজ করলেন। খুব কম সময়ের মধ্যেই দর্শকের কাছেও পৌঁছে দিলেন কন্টেন্ট।

Bkash

এরআগে নিজের নির্মিত ওয়েব সিরিজটি নিয়ে ইফতেখার চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, ‘নাটক, সিনেমা, ওয়েব ফিল্ম-সিরিজ এগুলোর পার্থক্য খুঁজে পাই না। সাউন্ড, মিউজিক, লুক একই লাগে। দেশে যেসব ওয়েব কনটেন্ট নির্মিত হচ্ছে সব একই ধাঁচের। সেই ভাবনা থেকে চেষ্টা করেছি ‘ড্রাইভার’ কাজটি যেন মানুষ অন্যরকমভাবে গ্রহণ করেন।’

‘কোয়াইট অন সেট প্রোডাকশন্স’ হাউজের ব্যানারে নির্মিত ‘ড্রাইভার’ কাজটি নির্মাতা বলছেন, ‘রিভেঞ্জ থ্রিলার ধাঁচের গল্প’।

Reneta June

প্রতি পর্ব গড়ে ২৫ মিনিট করে ৩ পর্বে নির্মিত ‘ড্রাইভার’। মোশাররফ-মাহি ছাড়াও এতে অভিনয় করেছেন আমান রেজা ও আরেফিন জিলানী। বায়স্কোপের ওয়েব সাইটে গিয়ে সিরিজটি বিনামূল্যেই দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View