চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মুক্তির আগেই ‘লক্ষ্মী বম্ব’ ফাঁস?

সিনেমাপ্রেমীরা অপেক্ষায় আছেন ৯ নভেম্বরের জন্য। এদিন একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’। তবে শোনা যাচ্ছে, মুক্তির আগেই অনলাইনে দেখা যাচ্ছে ছবিটি।

বিষয়টি সবার নজরে আসে এক টুইটার ব্যবহারকারীর টুইটের পর। ছবিটি দেখে তিনি মতামত জানিয়ে টুইট করেছেন। পরে অবশ্য পোস্ট ডিলিট করে আরেকটি পোস্ট করেছেন।

Bkash July

আদিত্য মানি ঝা নামের ওই টুইটার ব্যবহারকারী লিখেছেন, “‘লক্ষ্মী বম্ব’ দেখে তৃতীয় লিঙ্গের বিষয়ে আরও জানার আগ্রহ বেড়েছে, তবে কোনো বন্ধুকে দেখার পরামর্শ দেব না। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাগুলোর এটি তৃতীয় যেটি পুরোটা দেখে শেষ করতে পারলাম না (বাকি দুটি হলো ‘সাদাক টু’ এবং ‘এইটিথ্রি’)।”

টুইটটি ডিলিট করে পরে তিনি আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি দুঃখিত। আপনারা সময়মত সিনেমাটি দেখে নিয়েন।’

Reneta June

প্রথম টুইটটি ডিলিট করা হলেও অনেকেই স্ক্রিনশট রেখে দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই স্ক্রিনশট ভাইরাল হয়। প্রশ্ন ওঠে বলিউড সিনেমার নিরাপত্তা নিয়ে।

রাঘব লরেন্স পরিচালিত ‘লক্ষ্মী বম্ব’ ছবিতে এক অন্য অক্ষয় কুমারকে দেখা যাবে। ছবিতে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির আত্মা প্রবেশ করে এক পুরুষ শরীরে। বলিউড লাইফ

Labaid
BSH
Bellow Post-Green View