হবিগঞ্জের মাধবপুরে মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর ঐতিহাসিক তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধা-জনতা মহাসমাবেশ।অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর ঐতিহাসিক তেলিয়াপাড়াকে স্মৃতি জাদুঘরে রূপান্তরের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল কেএম শফিউল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
আজ দুপুর ৩টায় প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে তেলিয়াপাড়া বুলেট স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিবৃন্দ।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান হেলাল মোরশেদ, সংসদ সদস্য এড. মাহবুব আলী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুলালের তদন্ত প্রধান আব্দুল হান্নান ও পুলিশ সুপার বিধান ত্রিপুরা।

সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির সভাপতি সফিকুল বাহার মজুমদার টিপু, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধার কমান্ড সদস্য মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কাজী আব্দুল কবির প্রমুখ।