চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মিরপুর টেস্টের টিকিট পাবেন যেভাবে

মিরপুরে টেস্ট দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। ৪ থেকে ৮ এপ্রিল শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়াবে ম্যাচ। রোববার দুপুর ২টার পর অনলাইনে টিকিট বুকিং দিতে পারছেন দর্শকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডটকম থেকে সংগ্রহ করা যাচ্ছে টেস্টের টিকিট।

জাতীয় পরিচয়পত্র নম্বর ও ব্যক্তিগত মুঠোফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে একব্যক্তি সর্বোচ্চ দুটি টিকিট পাবেন। অনলাইনে টিকিট কেনার পর একটি নিশ্চিতকরণ ‘টিকিট কোড’ দেয়া হবে। সেই কোড এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে মিরপুর স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করতে হবে। বুথ থেকে টিকিট সংগ্রহ করতে হবে ম্যাচের আগেরদিন ও ম্যাচেরদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত।

মিরপুর টেস্টের প্রতিদিনের খেলা দেখা যাবে সর্বনিম্ন ১০০ টাকায়। ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য এটি। এছাড়া নর্থ ও সাউথ স্ট্যান্ড ২০০, ক্লাব হাউজ ৩০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা। যারা সরাসরি টিকিট কিনতে চাইবেন তাদের যেতে হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে।

Labaid
BSH
Bellow Post-Green View