বিজ্ঞাপন
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এটম গাম-ডিআরইউ মিডিয়া কাপ হ্যান্ডবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যানেল আই। দিনের চতুর্থ ম্যাচে ৫-১ গোলের ব্যবধানে জনকণ্ঠকে হারায় দলটি। ম্যাচসেরা হয়েছেন চ্যানেল আইয়ের অতিথি খেলোয়াড় মো. মজিবুর রহমান।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় রাউন্ডের আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ৬-৫ গোলে রেডিও টুডেকে হারায়। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের রাশিদা আফজালুন্নেসা।
দ্বিতীয় ম্যাচে এসএটিভি ৬-৩ গোলে আমাদের সময়কে পরাজিত করে। ম্যাচসেরা হয়েছেন এসএটিভির বাতেন বিপ্লব। তৃতীয় ম্যাচে আরটিভি ৬-০ গোলে এটিএন নিউজকে হারায়। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের রকীব মানিক।
পঞ্চম ম্যাচে দ্য রিপোর্ট২৪.কম ২-০ গোলে মানবজমিনকে পরাজিত করে। ম্যাচসেরা হয়েছেন দ্য রিপোর্টের নুরুজ্জামান তানিম।
ষষ্ঠ ম্যাচে বাংলাদেশ প্রতিদিন ৭-১ গোলের ব্যবধানে ভোরের কাগজকে হারায়। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের শফিকুল ইসলাম সোহাগ। পরের ম্যাচে ইনকিলাব ৫-২ গোলে জিটিভিকে হারায়। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের অতিথি খেলোয়াড় রবিউল ইসলাম। দিনের শেষ ম্যাচে জাগো নিউজ ৩-০ গোলে এটিএন বাংলাকে হারায়। ম্যাচসেরা বিজয়ী দলের মনিরুজ্জামান উজ্জ্বল।
বিজ্ঞাপন