হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় চুনারুঘাট উপজেলার জিগদর গ্রামের শাকিল মিয়া ও হারুন মিয়া নামের দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী মা-মেয়েকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।
চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক ধাম জানান, নির্যাতনের ঘটনায় শনিবার চুনারঘাট থানায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার রাতে উপজেলার রানীগাঁওয়ে হানা দেয় ডাকাতরা। পরিবারের সদস্যদের জিম্মি করে মা-মেয়েকে ধর্ষণ করা হয়। পরে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুটে করে পালিয়ে যায় তারা।
ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছেন পুলিশ।