মা হারিয়ে বেশ মর্মাহত বলিউডের অন্যতম বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। মঙ্গলবার মুম্বাইয়ে মারা যান তার মা নির্মলা পাটেকর। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৯ বছর।

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন নির্মলা। তার মৃত্যুতে পাটেকর বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের ওয়াশিয়ারা ঘাটে শেষকৃত্য় সম্পন্ন হয় নির্মলা পাটেকরের। মা নির্মলার শেষকৃত্য নিজের ছেলে মালহার পাটেকরকে নিয়ে সম্পন্ন করেন নানা পাটেকর। এসময় এই শেষকৃত্যে উপস্থিত ছিল বলিউড ইন্ড্রাস্টির অনেকেই।
২৮ বছর বয়সে বাবাকে হারান নানা পাটেকর। একাধিক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছিলেন, নিজের সবচেয়ে কাছের মানুষ হিসেবে মাকে পেয়েছেন তিনি।