চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী গ্রেপ্তার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রশমাহ মানসুরকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি’তে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের পর রশমাহকে গ্রেপ্তার করছে দুর্নীতি দমন সংস্থা।

এর আগে বুধবার তাকে ১৩ ঘন্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়।

রশমাহ’র আইনজীবী কুমারায়েনদ্রান সংবাদমাধ্যমকে বলেন, অর্থ পাচারের অভিযোগে তাকে অভিযুক্ত করা হতে পারে। তিনি আরও বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন সংস্থা আটক করে।

চলতি বছরের মে মাসে জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছে পরাজয়ের পর দেশটিতে ওই দম্পতি নানারকম বিপদের মুখে পড়ে। কর্তৃপক্ষ তাদের দেশত্যাগ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালায়।

প্রধানমন্ত্রী থাকাকালে নাজিবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এর ফলে অর্থনৈতিক ধসের মুখে পড়ে মালয়েশিয়া। নাজিবের ওইসব দুর্নীতির বিচার করার ইঙ্গিতও দিয়েছেন সদ্য বিজয়ী মাহাথির মোহাম্মদ।

Labaid
BSH
Bellow Post-Green View