চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মার্চেই শুরু হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায় ৩’ এর শুটিং

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে আসছে শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। আর এই কিস্তিতেও টাইগার সালমান খানের বিপরীতে হাজির হবেন ক্যাটরিনা কাইফ।

ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্কভিলা বলছে, আসছে মাসেই মুম্বাইয়ে যশ রাজ ফিল্মস স্টুডিওতে শুরু হবে টাইগার জিন্দা হ্যায় এর তৃতীয় কিস্তির শুটিং। টানা এক মাস শুটিংয়ের পরিকল্পনা।

জানানো হয়, প্রথম দফায় মুম্বাইয়ে হবে শুটিং, এর পর জুন মাস থেকে দ্বিতীয় দফায় এই ছবির শুটিং হওয়ার কথা ছিলো মধ্যপ্রাচ্যে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই ছবির শুটিং রাখার পরিকল্পনা এখন ইউরোপে। শুটিং লোকেশন হিসেবে শোনা যাচ্ছে ইস্তাম্বুলের কথা!

শুটিং পরিকল্পনা করলেও ছবিতে খলনায়ক কে থাকছেন, সেটা এখনও চমক হিসেবে রাখছে যশ রাজ ফিল্মস।

এর আগে ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেছিলেন কবির খান। অন্যদিকে দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেছিলেন আলী আব্বাস জাফর।

কিন্তু তৃতীয় কিস্তিটি পরিচালনা করবেন মনীশ শর্মা। তবে আগের দুই কিস্তির মত এই কিস্তির চিত্রনাট্য ও কাহিনীতে ভিন্নতা আনতে কাজ করছেন আদিত্য চোপড়া ও জয়দীপ সাহনি।

Labaid
BSH
Bellow Post-Green View