চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মানুষের কল্যাণে সাকিবের ফাউন্ডেশন

বাংলাদেশের মানুষের সেবায় ফাউন্ডেশন গঠনের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে থাকা এ ক্রিকেটার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দিয়েছেন এমন সুখবর।

‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ কাজ করবে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে।

Bkash July

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, সংঘবদ্ধ হলে আমরা সব বাধাই অতিক্রম করতে পারি। আসুন সবাই একত্রে একটা দল হয়ে কাজ করি, বাংলাদেশকে নিরাপদ করতে অবদান রাখি।

আগে থেকেই বিচ্ছিন্নভাবে মানুষের কল্যাণে কাজ করে আসছিলেন সাকিব। সামগ্রিকভাবে বড় পরিসরে অবদান রাখার ইচ্ছা অনেক দিনের। করোনা ভাইরাস পরিস্থিতি শ্রমজীবী মানুষের জীবন যখন কঠিন করে দিয়েছে, তখনই ফাউন্ডেশন গঠনের ঘোষণা দিলেন সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা পাওয়া সাকিব।

Reneta June

নড়াইলবাসীর ভাগ্য উন্নয়নে দেড় বছর আগে ফাউন্ডেশন গঠন করেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের নেতৃত্বে এগিয়ে চলেছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কাজ।

সাকিব ফাউন্ডেশন শুরু করছেন পুরো দেশের মানুষের সেবায় কাজ করতে।

ISCREEN
BSH
Bellow Post-Green View