মানি লন্ডারিংয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে চকবাজার থানায় পৃথক ৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে জনতা ব্যাংকের সাবেক ১৩ জন কর্মকর্তা রয়েছেন।
বুধবার এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং এর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এনবিআর চেয়ারম্যান জানান, মামলার পরিপ্রেক্ষিতে ক্রিসেন্ট লেদার প্রোডাক্টের চেয়ারম্যান এম এ কাদেরকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দারা।