চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘মানসম্মত’ নয়, রপ্তানির অযোগ্য দেশের হাফ ডজন ছবি

চলচ্চিত্র ‘মাফিয়া’র ৬টি সিক্যুয়েল নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি কমিটির সিদ্ধান্ত

অ্যাপে মুক্তির উদ্দেশ্যে ২ বছর ধরে নির্মাণ করা হচ্ছিল ১০৪ পর্বের ওয়েব সিরিজ ‘মাফিয়া’। কিন্তু ১৮ ফেব্রুয়ারি দেখা যায়, ‘মাফিয়া ১’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর করিয়ে ২৪টি হলে মুক্তি দেয়া হয়! ‘মানহীন ছবি’র অভিযোগ তুলে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছিল, ফলে মুক্তির পর যথারীতি মুখ থুবড়ে পড়ে শাপলা মিডিয়া প্রযোজিত শাহীন সুমনের ‘মাফিয়া ১’।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি কমিটিও ‘মাফিয়া’ সিক্যুয়েলের ছবিগুলোকে সাফটা চুক্তির মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠানকে রপ্তানি করার অনুমতি দেয়নি! একটি বিশ্বস্ত সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে, সাফটা চুক্তির মাধ্যমে শাপলা মিডিয়ার ছয়টি ছবি ভারতে রপ্তানি প্রক্রিয়া আটকে গেছে।

Bkash July

প্রত্যেকটি ছবি ‘নিম্নমান’  এবং গল্পে অসংলগ্নতা  ও অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় ‘রপ্তানির অযোগ্য’ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি কমিটি।

কমিটির সদস্যের মাধ্যমে জানা যায়, ‘রপ্তানির অযোগ্য’ ছবিগুলো হচ্ছে ‘মাফিয়া ১, ‘মাফিয়া ২, ‘মাফিয়া ৩, ‘মাফিয়া ৪, ‘মাফিয়া ৫’ ও ‘মাফিয়া ৬’। যেটি ছিল ১০৪ পর্বের ওয়েব সিরিজ!

Reneta June

সূত্র জানায়, মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানিবিষয়ক কমিটি তিন দফায় এসব ছবি দেখার পর মান নিয়ে প্রশ্ন তোলেন।

আমদানি-রপ্তানি কমিটির সদস্যদের মতামত ছিল, এসব মানহীন ছবি রপ্তানি করলে দেশীয় সিনেমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তাই ভারতে এসব ছবিগুলো কোনোভাবেই রপ্তানির যোগ্য নয়।

আমদানি ও রপ্তানিবিষয়ক কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আমদানি ও রপ্তানিবিষয়ক কমিটি ৯  থেকে ১৩ ফেব্রুয়ারি ‘মাফিয়া ১’ থেকে ‘মাফিয়া ৬’ পর্যন্ত সবগুলো ছবি প্রিভিউ করে সিদ্ধান্ত নেয় একটি ছবিও মানসম্মত হয়নি।

‘এগুলো বিদেশে রপ্তানি করা হলে দেশে ও দেশের সিনেমার কোনো লাভ তো হবেই না, বরং ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির আরেক সদস্য ও চিত্রপরিচালক জানান, মাফিয়ার সবগুলো সিকুয়েল মিলে গল্পের মধ্যে ফিনিশিং ব্যাপারটা একদমই নেই। গল্পে কী বোঝানো হয়েছে তাও পরিষ্কার নয়। আরও যত্নশীল হয়ে এসব নির্মাণ করা উচিত ছিল। প্রিভিউয়ের পর সদস্যদের মনে হয়েছে, ছবিগুলো সঠিকভাবে হয়নি।

যেসব আর্টিস্ট এতে কাজ করেছেন তাদের মধ্যে অনেকেভ অভিজ্ঞতা সম্পন্ন। তারা কীভাবে এসব মানহীন ছবিতে কাজ করেন সেটি নিয়েও প্রশ্ন থেকে যায়। সিদ্ধান্ত জানাতে প্রযোজক বরাবর চিঠি ইস্যু করা হয়েছে বলে জানায় আমদানি ও রপ্তানিবিষয়ক কমিটি।

এ ব্যাপারে বিস্তারিত মন্তব্য নেয়ার জন্য শাপলা মিডিয়ার কর্ণধার ও ছবিগুলোর প্রযোজক সেলিম খানের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত দুটি নাম্বারই বন্ধ পাওয়া যায়।

‘মাফিয়া’ ১-৬ সিক্যুয়ালে অভিনয় করেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, ইমন, মাহি, আঁচল, মিশা সওদাগর, জয় রাজ, শিবা শানু, মৌ খান, ফারজানা রিক্তাসহ অনেকে। আলাদাভাবে একেক জন পরিচালকের নাম রয়েছে ছবিগুলোর সেন্সরে।

Labaid
BSH
Bellow Post-Green View