মানবতাবিরোধী অপরাধে আরও ৩ জনের মৃত্যুদণ্ড
একাত্তরে ধর্ষণের শিকার নারীদের ‘যুদ্ধের বীর’ উল্লেখ করে আদালতের স্যালুট
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা ও গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে মৌলভীবাজারের বড়লেখার আব্দুল আজিজ, আব্দুল মান্নান ও আব্দুল মতিনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে একাত্তরে ধর্ষণের শিকার নারীদের ‘যুদ্ধের বীর’ উল্লেখ করে তাদের স্যালুট জানিয়েছেন আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামীপক্ষ।