মাদারীপুরে মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল ম্যাটস নির্মাণ
মাদারীপুরে প্রায় ২৬ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল ম্যাটস নির্মাণ করা হয়েছে। এর ফলে দক্ষ জনবল গঠনের মধ্য দিয়ে বেকারত্ব কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দ্রুত জনবল নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটি চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট।