চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মাটিবোঝাই ট্রাক থেকে পড়ে দাদা-নাতির মৃত্যু

টাঙ্গাইলের সখিপুরে মাটিবোঝাই ট্রাক থেকে পড়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের আমড়াতৈল গ্রামে ঘটনা ঘটে।

নিহত দাদার নাম জালাল উদ্দিন (৬১) ও নাতির নাম শরিফুল ইসলাম (৭)।

Bkash July

সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান: আমড়াতৈল গ্রামের জালাল উদ্দিন তার প্রবাসী ভাগনের বাড়িতে মাটি ওঠানোর জন্য ট্রাক ভাড়া করেন। সেই মাটিবোঝাই ট্রাকের ওপর চড়ে জালাল উদ্দিন ও তার নাতি শরিফুল ইসলাম যাচ্ছিলেন। পথে ঝাঁকুনিতে দাদা ও নাতি ট্রাক থেকে পড়ে ঘটনাস্থলেই নাতি শরিফুল নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় দাদা জালাল উদ্দিনকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি ।

ISCREEN
BSH
Bellow Post-Green View