মাগুরায় যাত্রীবাহী পরিবহন ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আবু হানিফ (৬০) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে মাগুরা-যশোর সড়কের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আবু হানিফ যশোর জেলার পৌর এলাকার মৃত মোহাম্মদ আবদুল গনির ছেলে। আহতদের মধ্যে ৫ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই সেলিম জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা হতে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মাগুরামুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সেসময় বাসযাত্রী আবু হানিফের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক ও হেলপারদের পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।