সেন্ট জর্জ পার্কে দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটার বনে বাংলাদেশের হাপিত্যেশ বাড়িয়েছে কেশব মহারাজ। বড় রানের পুঁজিতে টাইগার ব্যাটারদের ভুগিয়েছে ওয়াইন মুল্ডার ও ডুয়াইন ওলিভার। পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনটাও মুমিনুল হকের দলের কেটেছে যাচ্ছেতাই।
শনিবার ৪৫৩ রানে সাউথ আফ্রিকা থামলে দিনের বাকি সময়ে ১৩৯ রান জমা করতে পেরেছে সফরকারী দল। হারিয়েছে শুরুর ৫ উইকেট। প্রোটিয়াদের থেকে ৩১৪ রান পিছিয়ে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ।
নিজেদের প্রথম ইনিংসে বাজে শুরু করেছিল বাংলাদেশ। দলীয় ৩ রানের মাথা ওলিভারের বলে ফিরেন কিংসমিডের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়। শূন্য রানে জয় ফিরলে ৭৯ রানের জুটি গড়ে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। দুজনের ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে ২০ ওভারেই ৮০ রান তুলে নেয় বাংলাদেশ।
ব্যক্তিগত ৪৭ রানের মাথায় মুল্ডারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তামিম। এরপর বেশি সময় থাকতে পারেননি শান্তুও। ফেরার আগে ৭৪ বলে ৩৩ রান করেছেন টাইগার টপ অর্ডার ব্যাটার।

চাপ কাটাতে চারে নামা মুমিনুল হেঁটেছে পুরোনো পথে। এবারও ব্যর্থ হয়েছেন বড় রান তুলতে। মুল্ডারের শিকার হয়েছেন ৬ রানের মাথায়। দিনের শেষ উইকেট হিসেবে লিটনকে ফিরিয়েছেন ওলিভার। উইকেটরক্ষক ব্যাটারের থেকে এসেছে ১১ রান। স্বাগতিক মিডিয়াম পেসার ডুয়াইন ওলিভার ১৭ রান দিয়ে নিয়েছেন দুটি এবং ১৫ রান খরচায় তিন টাইগার ব্যাটারকে সাজঘর দেখিয়েছেন উইয়ান মুল্ডার।
আগামীকাল তৃতীয় দিনে বড় রান সামনে নিয়ে নামবে মুশফিকুর রহিম ও ইয়াসির আলী। ৫৫ বল থেকে ৩০ রান নিয়ে শুরু করবেন মুশফিক এবং তরুণ ইয়াসির খেলবেন ৮ রান থেকে।
এর আগে, দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশের দুঃখের কারণ বনেছেন কেশব মহারাজ। পোর্ট এলিজাবেথ টেস্টে রীতিমত ব্যাটার ব হয়ে তুলেছেন ৮৪ রান। তার ওয়ানডে স্টাইলে ব্যাটিংয়ে ভর করে সাড়ে চারশ ছাড়ায় প্রোটিয়াদের ইনিংস। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে ৮৪ রানে থামেন ডানহাতি ব্যাটার। ডিন এলগার, কেগান পিটারসেন, টেম্বা বাভুমা ও মহারাজদের ফিফটি ছাড়ানো ইনিংসে ক্যারিয়ারে দশম ফাইফার বনেন তাইজুল ইসলাম। ১৩৫ রান খরচায় শিকার করেন ৬ উইকেট।