চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মহাকাশে কলোনি তৈরিতে থ্রিডি প্রিন্টার পাঠাচ্ছে নাসা

মহাকাশে কলোনি স্থাপনের সম্ভাবনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে নাসা। তারই অংশ হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মিশনে যোগ হয়েছে একটি থ্রিডি প্রিন্টার।

মহাকাশে আবাসন নির্মাণে ব্যবহারের উপযোগী কাঁচামাল তৈরির চেষ্টা করবে ওই প্রিন্টার।

Bkash July

মহাকাশে কলোনি স্থাপনের বিষয়টি নিয়ে যারা গবেষণা করছেন, আবাসন সমস্যার সমাধান হিসেবে চাঁদ বা মঙ্গলের মাটি ও পাথরের অনুকরণে থ্রিডি প্রিন্টারে তৈরি উপাদানের ব্যবহার বিবেচনা করে দেখছেন তারা।

থ্রিডি প্রিন্টারে কাঁচামাল তৈরিতে সাফল্য পেলে নভোচারীরা ওই কাঁচামাল ব্যবহার করে তৈরি উপাদান মহাকাশের বৈরি পরিবেশে টিকতে পারে কি না, সেটি পর্যবেক্ষণ করবেন।

Labaid
BSH
Bellow Post-Green View