Site icon চ্যানেল আই অনলাইন

মন্ত্রীর পানিতে সাপের বাচ্চা

ভারতের ছত্রিশগড়ের রায়পুরে বুধবার ভারতীয় জনতা পার্টি বিজেপি’র একটি সেমিনারে অংশগ্রহণ করে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও স্থানীয় মূখ্যমন্ত্রী ডাক্তার রামন সিং। আশ্চর্যজনকভাবে তাদের সামনে রাখা পানির বোতলে সনাক্ত হয় সাপের বাচ্চা।

মন্ত্রীর দলের একজন নারী চিকিৎসক বোতলের ভেতর সাপের বাচ্চা সনাক্ত করে। পরিবেশন করার আগে প্রতিটি খাবার তিনি পরীক্ষা করে নিচ্ছিলেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পানির বোতলটি সরিয়ে নেয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সেমিনারে জন্য আমন অ্যাকোয়া নামের কোম্পানীর কাছ থেকে ২০ টি পানির বক্সের অর্ডার করা হয়।

পানির কোম্পানীর মালিক সৈয়দ শফিক আমান। যার বাবা বিজেপির রায়পুরের শীর্ষস্থানীয় নেতা সৈয়দ আলী আমান।

এ বিষয়ে শফিক আমান বলেন, আমার বিরুদ্ধে এটা এক প্রকারের ষড়যন্ত্র। কারণ বোতলগুলো দেয়ার আগে সিল কাটা হয়েছিল। আর এ সুযোগেই ইচ্ছে করে সেই পানির বোতলে সাপের বাচ্চা রাখা হয়।

এদিকে ওই ঘটনার পর থেকে সকল মিনারেল ওয়াটারের বোতল চেক করার জন্য রাজ্যে সরকার আদেশ জারি করেছে।

Exit mobile version